ঝিনাইদহ অফিস :
ঝিনাইদহ সদরে একটি স্কুলের বারান্দা থেকে এক বৃদ্ধ’র লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে সদর উপজেলার তেতুলতলা মাধ্যমিক বিদ্যালয়ের বারান্দা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, স্কুলের বারান্দায় ইলিয়াস পাটোয়ারি নামের এক বৃদ্ধ’র রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী।
পরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। তার বাড়ি চাঁদপুরের কচুয়া উপজেলা খিলা পাটোয়ারিপাড়া গ্রামে। এটি হত্যা নাকি সড়ক দুর্ঘটনা তা ময়নাতদন্তের পর জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।