ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহে বিএনপি’র ৪৩ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে শহরের অগ্নিবীনা সড়কের বিএনপির কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দলটির জেলা কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে জেলা বিএনপি।
এ সময় বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মসিউর রহমান, ড্যাব কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা: ইব্রাহিম রহমান বাবু, সদর উপজেলা সাবেক চেয়ারম্যান আঃআলিম , যুবদলের সভাপতি আহসান হাবিব রনক সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, বর্তমান সরকার জোর করে ক্ষমতায় এসে দেশের গণতন্ত্রকে হত্যা করেছে। দেশের গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য সকলকে রাজপথে থেকে আন্দোলন করার আহবান জানান।
