ঝিনাইদহ অফিস :
বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে ঝিনাইদহে সমাবেশ চলছে। দুপুরে শহরের ওয়াজির আলী স্কুল মাঠে জেলা বিএনপি’র আয়োজনে সমাবেশে অতিথিরা বক্তব্য রাখছেন।
এতে প্রধান অতিথি কেন্দ্রীয় বিএনপি’র ভাইস চেয়ারম্যান এ্যাড. নিতাই রায় চৌধুরী, উপদেষ্টা কমিটির সদস্য মশিউর রহমান, মানবাধিকার বিষয়ক সম্পদাক এ্যাড, আসাদুজ্জামানসহ জেলা ও কেন্দ্রীয় বিএনপি’র নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। সমাবেশে ঝিনাইদহ জেলার পাশ্ববর্তী মাগুরা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, যশোরসহ বিভিন্ন জেলা থেকে হাজার হাজার নেতাকর্মী সমাবেত হয়েছে।
আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে জেলা ও উপজেলা শহরের গুরুত্বপূর্ন মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে।