হোম অন্যান্যসারাদেশ ঝিনাইদহে জোড়া খুনের মামলার ৬ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ

ঝিনাইদহে জোড়া খুনের মামলার ৬ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ

কর্তৃক
০ মন্তব্য 103 ভিউজ

ঝিনাইদহ অফিস :

ঝিনাইদহ সদর উপজেলা হরিশংকরপুর গ্রামের দু গ্রুপের সংঘর্ষে জোড়া খুনের মামলার ৬ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো হরিশংকরপুর গ্রামের আব্দুল মালেক মিয়ার ছেলে লতা মিয়া (৬৩), কাজী আবুল হোসেনের ছেলে খালেক (৬১) ও কাজী মোসলেম উদ্দিন (৬৪) মৃত তোজাম শেখের ছেলে তোরাপ শেখ (৪৫,) মৃত আফিল উদ্দীনের ছেলে আজমত শেখ (৬৫) ও আতিয়ার রহমানের ছেলে জুয়েল রানা (২৭)।

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর (তদন্ত) এমদাদুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে সোমবার পার্শ্ববর্তী জেলা মাগুরা, কুষ্টিয়া ও জেলার শৈলকূপা থেকে পলাতক ৬ আসামীকে গ্রেফতার করে। পরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সদর উপজেলার হরিশংকরপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাসুমের সমর্থকরা সাবেক চেয়ারম্যান খন্দকার ফারুকুজ্জামান ফরিদের সমর্থক আলাপ শেখ ও নুর ইসলামকে কুপিয়ে হত্যা করে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন