ঝিনাইদহ অফিস :
ঝিনাইদহ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাক্রোবাস শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচনে নির্বাচনী কার্যালয় ভাংচুরের অভিযোগ উঠেছে। গেল রাতে শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর উত্তেজনা বিরাজ করছে ওই এলাকায়।
নির্বাচনের সভাপতি প্রার্থী মাজহারুল ইসলাম বাবুল অভিযোগ করেন, শুক্রবার গভীর রাতে নির্বাচনে প্রতিপক্ষ ওলিয়ার-খোকন পরিষদের সমর্থক ২৫ থেকে ৩০ জন শ্রমিকের একটি দল নির্বাচনী কার্যালয়ে হামলা চালায়। সেসময় তারা অফিসে থাকা চেয়ার, টেবিল ভাংচুর ও ব্যানার পোষ্টার ছিড়ে ফেলে। ঘটনার খবরে শনিবার সকালে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা শুরু হয়। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
আগামী ২৫ মার্চ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাক্রোবাস শ্রমিক ইউনিয়নের ত্রি–বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।