ঝিনাইদহ অফিস :
ঝিনাইদহ শহরের মেইনজোন জেন্টস পার্লার হামলার ঘটনা ঘটেছে। ধারালো অস্ত্র লাঠীসোটা দিয়ে পিটিয়ে যখম করা হয়েছে জেন্টস পার্লার কর্মীকে । গেলরাতের দিকে শহরের মুজিব চত্তর এলাকায় এ ঘটনা ঘটে। এতে পার্লার কর্মী শংকর চন্দ্র দাস গুরুতর আহত হয়েছেন ।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল সন্ধ্যার সময় ঝিনাইদহ শহরের মুজিব চত্তর এলাকার শামিমা ক্লিনিক পাশে অবস্তিত মেইনজোন পার্লারে উপশহর পাড়ার সোহাগ হোসেন(৩০) প্রবেশ করেন পার্লারকর্মী শংকর চন্দ্র দাসকে কাজ করতে বলেন এ সময় তাকে অপেক্ষা করতে বলেন এ সময় সোহাগ ক্ষিপ্ত হয়ে লাঠিসোটা দিয়ে ৫ জন যুবক প্রবেশ করে তাকে পিটিয়ে যখম করে পালিয়ে যায় । যা দোকানে সিসিটিভি ক্যামেরায় দেখা গেছে ।
এলাকাবাসী উদ্ধার করে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে । ঝিনাইদহ সদর থানায় অভিযোগ দায়ের করে কোন লাভ হয়নি । তবে এ ব্যাপারে পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি।