ঝিনাইদহ অফিস :
ঝিনাইদহ সদর হাসপাতালের করোনা আক্রান্ত চিকিৎসক ডাঃ ফাল্গুনী সাহার বাড়ীতে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ খবর নিলেন পৌর মেয়র সাইদুল করিম মিন্টু।
জানা গেছে, দীর্ঘদিন যাবত সদর হাসপাতালের গাইনী চিকিৎসক ডাঃ ফাল্গুনী সাহা করোনায় আক্রান্ত হয়ে অসুস্থ অবস্থায় নিজ বাসায় হোম কোয়ারান্টাইনে রয়েছেন। এলাকাবাসী জানান, রবিবার বিকেলে ব্যাগ ভর্তি খাদ্যসামগ্রী নিয়ে ডাক্তার ফাল্গুনী সাহার বাড়ির দরজায় হাজির হলেন, ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু ।
বাড়ীর সামনে গিয়ে ডাকলেন ওই চিকিৎসককে। মেয়রের ডাকে ঘর থেকে বের হয়ে আসেন ডাক্তার ফাল্গুনী সাহা । ডাক্তার নিজে রুগি হলেও মেয়রকে দেখে অনকটা হাসি মুখেই এগিয়ে আসেন জানালার পাশে। মেয়র জানালার কাছে গিয়ে বেশ কিছুক্ষণ কথা বলেন তাঁর সাথে । ভালো মন্দ খোঁজ খবর নেন ।
সেসময় মেয়র ডাক্তার ফাল্গুনী সাহার সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন। মেয়র সাইদুল করিম মিন্টু’র এমন মানবিক আচরনে চিকিৎসক ফালগুনী সাহা বেশ খুশী হন। এ-সময় মেয়র এর সাথে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এম, রায়হান সহ আরো অনেকে। প্রসংগত, করোনা ভাইরাস পরিস্থিতি শুরু থেকেই মেয়র সাইদুল করিম মিন্টু এমন মানবিক সেবায় নিজেকে নিয়োজিত করেছেন।
শহরের হাজার হাজার কর্মহীন অসহায় মানুষের বাড়ীতে গিয়ে খাদ্য সহায়তা প্রদান করে আসছেন তিনি। তাছাড়াও নগদ অর্থও সহযোগিতা করেছেন এই করোনা যোদ্ধা। মৃত্যুর ভয় উপেক্ষা করে নিজের জীবন বাজী রেখে দিন-রাত ঝিনাইদহ পৌর এলাকার অসহায় ও কর্মহীন মানুষের সেবা প্রদান করে বিরল দৃষ্টান্ত স্থাপন করে প্রসংশায় ভাসছেন এই জনপ্রতিনিধি সাইদুল করিম মিন্টু।