ঝিনাইদহ অফিস :
ঝিনাইদহে ইমাম মুয়াজ্জিনদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। আজ সকালে ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়ে এ চেক বিতরণ করা হয়। এসময় জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল হামিদ খানসহ অন্যান্যরা করোনার সংক্রমন রোধে সাধারণ মানুষকে স্বাস্থ্য বিধি মানতে উৎসাহ দেওয়ার জন্য ইমামদের প্রতি আহ্বান জানান। পরে জেলার ৭২ জন ইমাম ও মুুয়াজ্জিনদের মাঝে ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের ৩ লাখ ৬০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
পূর্ববর্তী পোস্ট