ঝিনাইদহ অফিস:
‘তথ্যের অবাধ প্রবাহে ইন্টারনেটের গুরুত্ব’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও টিআইবি’র আয়োজনে বুধবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়। পরে শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রথীন্দ্রনাথ রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খালিদ হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া জেরিন, জেলা টিআইবি’র সভাপতি এম সাইফুল মাবুদসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
সেসময় বক্তারা, তথ্য অধিকার নিশ্চিত করতে ও তথ্য প্রাপ্তি সহজলভ্য করতে ইন্টারনেটের মাধ্যমে তথ্য সরবরাহের পরামর্শ দেন।