হোম অন্যান্যসারাদেশ ঝিনাইদহে অস্ত্র মামলায় ২টি ধারায় জামায়াত নেতার ১৭ বছরের কারাদন্ড

ঝিনাইদহ অফিস :

ঝিনাইদহে অস্ত্র মামলায় কোটচাঁদপুর উপজেলা জামায়াতের সেক্রেটারী ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুয়াবিয়া হোসেনকে ২টি ধারায় ১৭ বছরের কারাদন্ড দিয়েছে আদালত।

আজ দুপুরে জেলার সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনাল জজ আদালতের বিচারক মোঃ নাজিমুদ্দৌলা এ দন্ডাদেশ প্রদাণ করেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ২২ ফেব্রুয়ারি কোটচাঁদপুর উপজেলা পরিষদের সামনে থেকে মুয়াবিয়া হোসেনকে গ্রেফতার করে পুলিশ। পরে তার স্বীকারোক্তি মোতাবেক পৌরসভার সলেমানপুর এলাকা থেকে একটি পাইপগান, ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয় । এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে কোটচাঁদপুর থানায় একটি মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে ২০১৬ সালের ২৫ মে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিলা করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত ওই মামলার ২ টি ধারায় ১০ ও ৭ বছর করে কারাদন্ডাদেশ প্রদাণ করে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন