হোম ফিচার ঝিনাইদহের মহেশপুরে স্বামীর কুড়ালের কোপে স্ত্রী নিহত!

ঝিনাইদহ অফিস :

ঝিনাইদহের মহেশপুরে মাদকাসক্ত স্বামীর কুড়ালের আঘাতে স্ত্রী জুলিয়া খাতুন (২৩) নিহত হয়েছে। ৬ মে রোজ শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার সেজিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ স্বামী বাবলুর রহমান (২৭) কে গ্রেপ্তার করেছে। স্ত্রী হন্তারক বাবলুর রহমান সেজিয়া গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।

গ্রামবাসী সূত্রে জানা গেছে মাদক সেবন করে এসে বাবলু প্রায়ই তার স্ত্রীকে নির্যাতন করতো। এ নিয়ে মাঝে মধ্যে তাদের ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। শুক্রবার রাত ৮টার দিকে এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে তর্কবিতর্কের এক পর্যায়ে স্বামীর ঘরে থাকা কুড়াল দিয়ে স্ত্রীকে কুপিয়ে জখম করে।

স্থানীয়রা দ্রুত তাকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে সে মারা যায়। খবর পেয়ে দ্রুত মহেশপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্বামী বাবলুর রহমানকে গ্রেফতার করে। নিহত জুলিয়া খাতুন তিন সন্তানের জননী। এবিষয়ে মহেশপুর থানার ওসি ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন