হোম অন্যান্যসারাদেশ ঝিনাইদহের বাসের ধাক্কায় এক ইজিবাইক যাত্রী নিহত

শিপলু জামান, ঝিনাইদহ :

ঝিনাইদহে বাসের ধাক্কায় এক ইজিবাইক যাত্রীর মৃত্যু হয়েছে। আজ বিকেলে শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটেছে । নিহত শাহীন হোসেন শরিয়তপুর জেলার জাজিরা এলাকার শুকুর আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঝিনাইদহ থেকে ইজিবাইক যোগে শৈলকুপা যাচ্ছিল। পথিমধ্যে উপজেলার গাড়াগঞ্জ নামক স্থানে পৌছালে অপর দিক থেকে আসা যাত্রীবাহি বাস ইজি বাইকটিকে ধাক্কা দেয়।

এতে ইজিবাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আহন হন শাহীন। পরে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। লাশ ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন