হোম অন্যান্যসারাদেশ ঝিনাইদহের বারবাজারে আলোচিত সড়ক র্দূঘটনায় অভিযুক্ত ট্রাক চালক আটক ট্রাক জব্দ

ঝিনাইদহ প্রতিনিধি :

ঝিনাইদহের কালীগঞ্জে বারবাজার আলোচিত বাস ট্রাক সর্ংঘষের ঘটনায় অভিযুক্ত ট্রাক চালককে আটক করেছে হাইওয়ে থানা পুলিশ । এ সময় ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে ।

বারবাজার হাইওয়ে থানার ওসি মেজবাবুর রহমান জানান, গেল রাতের দিকে যশোর জেলার শার্শা সীমান্ত অভিযান চালিয়ে শার্শাউপজেলার ট্রাক চালক রনি (৩৫), কে আটক করা হয় ।

এ সময় ঘাতক ট্রাকটি জব্দ করা হয়। গত বুধবার কালীগঞ্জ বারবাজার তেল পাম্প সামনে যশোর থেকে ছেড়ে যাওয়া মাগুরাগামী জে,এস পরিবহনের সাথে ট্রাকটি সংঘর্ষ হয় এ সময় নারী, শিশু শিক্ষার্থীসহ ১২ জন নিহত হয় ।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন