ঝিনাইদহ অফিস :
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার গুলসান মোড় এলাকা থেকে মহাসড়কে চাঁদাবাজি করার সময় ৫ চাঁদাবাজকে আটক করেছে র্যাব।
আটককৃতরা হলেন, উপজেলার আড়পাড়া এলাকার আফজাল হোসেনের ছেলে আনাম হোসেন (৬০), আক্কাছ আলীর ছেলে মো: আলম (৫২), মৃত ইছাহাক দফাদারের ছেলে মো: জাহিদুল ইসলাম (২৯),মৃত গৌউর অধিকারীর ছেলে সুকুমার অধিকারী (২৫) ও নিশ্চিন্তপুর এলাকার জোয়াদ আলীর ছেলে মো: রিপন আলী (৩৬)।
এ সময় গ্রেফতারকৃত আসামীদের কাছ থেকে ০৫টি মোবাইল, ১০টি সিমকার্ড এবং চাঁদাবাজির নগদ- ১৩৭০০/-টাকাসহ উদ্ধার করা হয়।