হোম অন্যান্যসারাদেশ ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দূর্ঘটনা রোধে মানববন্ধন ও সচেতনমূলক লিফলেট বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি :

নিরাপদ সড়ক ও সড়ক সংস্কার এর দাবিতে ঝিনাইদহের কালীগঞ্জে মানববন্ধন ও সচেতন মূলক লিফলেট বিতরন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১১ টার সময় নিরাপদ সড়ক চাই কালীগঞ্জ শাখার আয়োজনে সড়কের দূর্ঘটনা রোধে মেইন বাস ষ্ট্যান্ডের হোটেল ধানশিড়ির সামনে ঘন্টাব্যাপী এ মানবন্ধন বক্তব্য রাখেন, বারবাজার হাইওয়ে থানার ওসি শেখ মেজব্হা উদ্দিন, কালীগঞ্জ ফায়ার সার্ভিসের অফিস্যার শেখ মামুনুর রশিদ,কালীগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র মনিরুজ্জামান রিংকু, নিরাপদ সড়ক চাই কালীগঞ্জ উপজেলা শাখার আহবায়ক ও আরটিভির ঝিনাইদহ জেলা প্রতিনিধি শিপলু জামান, নিসচা ১নং যুগ্ন আহবায়ক মিশন আলী ,তানজির রহমান তকী, ছাত্র সংগঠন আওয়াজের সভাপতি অরাভসহ প্রহমূখ। মানববন্ধন শেষে যানবাহনে সচেতনমূলক লিফলেট বিতরন করা হয় ।

মানববন্ধনে বক্তারা বলেন খুলনা-কুষ্টিয়া মহসড়কে গড়াই, রুপসাসহ অন্যান্য পরিবহনের দানবীয় গতি বন্ধ করা, ফিটনেস বিহিনগাড়ি চলাচল বন্ধসহ মহাসড়কে তিনচাকার অবৈধ যানবাহন বন্ধের দাবি জানান। এক টাকার জীবন সংগঠনের সমন্বয়ক মোস্তফা ইবনে মাসুদ এর উপস্থাপনায় ।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন