হোম অন্যান্যসারাদেশ ঝিনাইদহের কালীগঞ্জে রাস্তা ও গণপরিবহণে নেই ‘নো মাস্ক নো সার্ভিস’ নীতি

ঝিনাইদহের কালীগঞ্জে রাস্তা ও গণপরিবহণে নেই ‘নো মাস্ক নো সার্ভিস’ নীতি

কর্তৃক Editor
০ মন্তব্য 122 ভিউজ

ঝিনাইদহ অফিস :

সারাদেশের ন্যয় ঝিনাইদহ কালীগঞ্জেও ‘নো মাস্ক নো সার্ভিস’ প্রচারণা থাকলেও বাস্তবায়নে কোন তোড়জোড় চোখে পড়ছে না ।কালীগঞ্জউপ জেলায় গণপরিবহণ চলাচলে স্বাস্থ্যবিধির কোন বালাই নেই। রাস্তা ঘাট, হাট বাজার ও গণপরিবহণে মাস্ক ছাড়াই অবাধে চলাচল করছে মানুষ।স্বাস্থ্য সচেতনদের দাবি প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত মাস্ক ব্যবহারের জরিমানা ও সাজা প্রদান কমে আসায় মানুষের মধ্যে মাস্ক ব্যবহারের অনিহা দেখা দিয়েছে।

মাস্ক ছাড়া যে কোন সেবা প্রদান করা থেকে বিরত থাকার কথা থাকলেও গণপরিবহণে এর কোন বালাই নেই, যাত্রীরা মাস্ক ছাড়াই উঠছে গণপরিবহণে। শুক্রবার সকালে কালীগঞ্জ শহরের গিয়ে দেখা গেছে, নিমতলাবাজার,হাসপাতালসড়ক, মধূগঞ্জবাজার, নতুনবাজার , নীমতলাবাজার, আড়পাড়া বাজারে জনসাধারনের মাঝে স্বাস্থ্য সচেতন নেই । স্বাস্থ্যবিধি না মেনে শহরে অবাধে চলাচল করছেন ।

খুলনা রটে গড়াই পরিবহনের হেলপার রফিক মিয়া বলেন , সকাল বেলায় মাস্ক নিয়ে বেড় হয়েছিলাম কিন্তু কোথায় যেন পড়ে গেছে মনে নেই । গাড়িতে দাঁড়িয়ে যাত্রী নেওয়া নিষেধ এমন প্রশ্নে তিনি বলেন , আমাদের গাড়িতে অতিরিক্ত যাত্রী না নিলে তেল টাকা উঠে না ।কত দিন পর পর গাড়ি জীবাণুনাশক ঔষধ দিয়ে স্প্রে করেন এমন প্রশ্নে তিনি হেসে দিয়ে বলেন, এটা আবার কি কন গাড়িতে আবার কিসের জীবানু ।

গড়াই পরিবহনের চালক লতিফ বলেন , গাড়িতে অধিকাংশ যাত্রীর মুখে মাস্ক নেই আমরা ছোট কাজ করি যাত্রীদের মাস্ক ব্যবহারের কথা বললে মারধর করতে আসে । ‘নো মাস্ক নো র্সাভসি’এ কথাটি আমিও শুনেছি তবে আমরা-তো গরিব মানুষ যাত্রী না উঠলে গাড়ি চলবে না আর গাড়ি না চললে না খেয়ে মরতে হবে সেই জন্য করোনার ঝুঁকি নিয়েই গাড়ি চালাচ্ছি । এ ব্যাপারে কালীগঞ্জ স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শিরিন সুলতানা লুবনা বলেন, স্বাস্থ্যবিধি না মানলে করোনা আক্রান্ত রোগী সংখ্যা বেড়ে যাবে মৃত্য ঝুকি আছে।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুর্বনা রানী সাহা বলেন , আমরা প্রতিনিয়ত মাস্ক ব্যবহারের জন্য মানুষকে সচেতন করছি এবং মাঝে মাঝে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ভ্রাম্যমাণ আদালত অভিযান করছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন