ঝিনাইদহ অফিস :
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নলভাঙ্গা গ্রামে থেকে পীরআলী নামে এক জনের লাশ উদ্ধার করেছে কালীগঞ্জ থানা পুলিশ। সোমবার সকাল ৭ টার সময় নলভাঙ্গা গ্রামের নিজ বাড়ীর পিছনের একটি খাল থেকে রশি দিয়ে গলায় পেচানো অবস্থায় তাকে দেখতে পায় এলাকায়াবাসী। পরে পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে পুলিশ ও এলাকাবাসী।
পীরআলীর বাবা সামছুল জানান রাতে আমার ছেলে বাড়ী না ফিরলে অনেক খুজাখুজি করি পরে সকালে তার লাশ দেখে পেয়ে আমাকে খবর দেয় আমার এক ভাই।
স্থানীয় ভাবে জানা যায় পিরআলী ওই গ্রামের বাওড়ের নাইটগার্ড ছিলেন। ঘটনাস্থলে কালীগঞ্জ থানা পুলিশ পরিদর্শন করেছেন । পীরআলী নলভাঙ্গা গ্রামের সামছুলের হকের দ্বিতীয পুত্র। পীরআলীর একটি দেড় বছের ছেলে ও পাচ বছরের মেয়ে আছে।
কালীগঞ্জ থানার তদন্ত ওসি মতলেবুর রহমান জানান হত্যা করেছে বলে মনে হচ্ছে তবে লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হবে ময়না তদন্ত রিপোর্ট আসলেই বোঝা যাবে এটা হত্যা না আত্মহত্যা।
