ঝিনাইদহ অফিস :
ঝিনাইদহের কালীগঞ্জে পৌর নির্বাচনে কাশিপুর ৮ নং ওয়ার্ডে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া, বাড়ী ঘর ভাংচুর , বিজিবি লাঠিচার্জ আহত হয়েছেন ৪ জন । কালীগঞ্জ থানা ওসি মাহফুজার রহমান জানান, রবিবার সকাল ১০ টার সময় ঝিনাইদহের কালীগঞ্জ পৌর সভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মেহেদী হাসান সজল ও আরিফুল ইসলাম সমর্থকদের মধ্যে ভোট দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ সৃষ্টি হয় এ সময় উভয় পক্ষের ফুল মিয়া , রওশন , মনিরুল সহ ৪ জন আহত হয় । এ সময় ঘটনাস্থলে বিজিবি সদস্যরা লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয় ।
বেশ কয়েকটি বাড়ী ভংচুর করা হয় আহতদের কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে । ভোট কেন্দ্রে ম্যাজিঃ ইস্টাকিং ফোর্স, পুলিশ মোতায়ন করা হয়েছে ।
এ দুটি পৌরসভায় আওয়ামী লীগ বিএনপিসহ মেয়র পদে ৮ জন প্রার্থী ও শৈলকুপা উপজেলা পরিষদের উপ-নির্বাচনে ৩ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বদ্বিতা করছেন। অপরদিকে শৈলকূপা পৌর সভার ৮নং হাবিবপুর ওয়ার্ডে একজন কাউন্সিলর প্রার্থী নিহত হয়। সেকারনে সেখানে একই সাথে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলর পদে ৩জন প্রতিদ্ব›দ্বীতা করছেন
ঝিনাইদহ জেলা নির্বাচন অফিসার ও রিটার্নি অফিসার মো: রোকনুজ্জামান জানান, নির্বাচন অবাধ সুষ্ঠু শান্তিপুর্ণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিপুল পরিমান পুলিশ, র্যাব ও বিজিবি ম্যাজিস্ট্র্রেট’র নেতৃত্বে কাজ করে যাচ্ছে।
মহেশপুর পৌরসভার ২২ হাজার ৪’শ ৫০ জন, কালীগঞ্জ পৌরসভায় ৪০ হাজার ৫’শ ৭৭ জন ও শৈলকুপা উপজেলা পরিষদ নির্বাচনে ২ লাখ ৮৮ হাজার ২’শ ৫৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন