ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহ কালীগঞ্জে পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আশরাফুল আলম আশরাফ। অপরদিকে স্বতন্ত্র মেয়র প্রার্থী হয়ে মনোনয়ন জমা দিলেন এনামুল হক ইমান। ভোট লড়াইয়ে নেমেছেন আওয়ামী লীগ প্রার্থীর ভাগ্নে আশরাফ ও ইমান আলী।তাই এই নির্বাচনে সবার নজর এখন মেয়র প্রার্থীর দিকেই।
আগামী ২৮ ফেব্রুয়ারি কালীগঞ্জ পৌরসভার ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে মেয়র পদে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এরা হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র আশরাফুল আলম আশরাফ, বিএনপির মাহাবুবুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী এনামুল হক ইমান।
এরা ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার ভাগ্নে আঃলীগ মনোননয়ন প্রার্থী আশরাফুল আলম আশরাফ, অপরজন সাংসদের আপন সেজ ভাই এনামুল হক ইমান । ইতিমধ্যে ৫নং ওয়ার্ডে এমপি আনোয়ারুল আজীম আনার বড়ভাই ছেলে (ভাতিজা) মনিরুজ্জামান রিংকু কাউন্সিলর পদে মনোনয়ন জমা দিয়েছেন । এ ঘটনায় পৌর এলাকায় চাঞ্চল্য সৃষ্ঠি হয়েছেন ।
এ নির্বাচন ঘিরে সমর্থক গোষ্ঠী ও রাজনৈতিক মহল ইতোমধ্যে সরগরম হয়ে উঠেছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তে বর্তমান মেয়র আশরাফুল আলম আশরাফ, নৌকা প্রতিক পাওয়ার পর তিনি মনোনয়ন জমা দিয়েছেন। এ ব্যাপারে আঃলীগ প্রার্থী আশরাফুল আলম বলেন, দল আমাকে মনোনয়ন দিয়েছেন বিপুল ভোটে জয় লাভ করব । বিএনপি প্রার্থী মাহবুবার রহমান বলেন, অবাধ সুষ্ঠ ভোট হলে অনেক ভোটের ব্যবধানে জয় লাভ করব ।
s