হোম অন্যান্যসারাদেশ ঝিনাইদহের কালীগঞ্জে ধরন্ত কলাগাছ কেটে সাবাড় করল দুই বোন

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি :

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বড় ঘিঘাটি গ্রামে মিকাইল হোসেন নামে এক কৃষকের ধরন্ত কলাগাছ কেটে সাবাড় করার অভিযোগ উঠেছে দুই বোনের বিরুদ্ধে। এ সময় প্রায় ৮০টি কলাগাছ কাটা হয়েছে।

রোববার সকাল ৯ টার দিকে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ চাষী মিকাইল হোসেন বড় ঘিঘাটি গ্রামের রমজান মন্ডলের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কলাক্ষেতের ওই জমি নিয়ে আদালতে মামলা চলমান। কিন্তু কোন কিছু তোয়াক্কা না করে মিকাইলের ভাই প্রবাসী মিলনের স্ত্রী নার্গিস খাতুন ও তার বোন রেক্সোনা খাতুন সকালে দা নিয়ে ওই জমিতে যায়। এ সময় জমির ধরন্ত কলাগাছ কেটে সাবাড় করে দুই বোন। স্থানীয়রা ধরন্ত কলাগাছ কেটে সাবাড় করার ঘটনায় বাঁধা দিলে সবাইকে মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেন দুই বোন।

ক্ষতিগ্রস্থ মিকাইল হোসেন জানান, জমি নিয়ে মামলা চলমান রয়েছে। তিনি ভোগদখলে আছেন। কলার চাষ করছিলেন। কয়দিন পরেই বাজারে বিক্রি করতে পারবেন। কিন্তু সকালে নার্গিস ও তার বোন রেক্সোনা এসে ধরন্ত কলা গাছ কেটে দিয়েছেন। তিনি থানায় লিখিত অভিযোগ করবেন।

তবে এ ব্যাপারে বক্তব্য নিতে নার্গিস খাতুনের বাড়িতে গেলে পাওয়া যায়নি। গাছ কাটার পরপরই তিনি বোনকে নিয়ে বাড়ি থেকে চলে গেছে বলে জানায় প্রতিবেশীরা।

কালীগঞ্জ থানার এস আই সুধন দাস জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ধরন্ত কলাগাছ কেটে দেওয়া সত্যতা পেয়েছেন। অভিযোগ দিতে বলা হয়েছে ক্ষতিগ্রস্থ কৃষককে।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন