হোম অন্যান্যসারাদেশ ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাক চাপায় শিশু নিহত

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাক চাপায় শিশু নিহত

কর্তৃক
০ মন্তব্য 113 ভিউজ

ঝিনাইদহ অফিস :
ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাক চাপায় রিমা খাতুন (৮) নামে এক শিশু নিহত হয়েছে। শনিবার সকাল ৯ টার দিকে যশোর-ঝিনাইদহ মহা সড়কের দাপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিমা খাতুন বলিদাপাড়া গ্রামের লিটন হোসেনের মেয়ে।

প্রত্যক্ষদর্শী জানায়, শনিবার সকাল ৯ টার দিকে যশোর-ঝিনাইদহ সড়কের পাশেই দাঁড়িয়েছিল রিমা। দ্রত গতিতে আসা যশোরগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রিমাকে চাপা দিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় শিশু রিমা।

কালীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সড়ক দুর্ঘটনায় নিহত শিশু রিমার মৃতদেহ উদ্ধার করে। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাঃ মাহফুজুর রহমান মিয়া ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন