হোম অন্যান্যসারাদেশ ঝিনাইদহের কালীগঞ্জে গ্রামবাংলার নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঝিনাইদহ অফিস :

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা নলভাঙ্গা গ্রামের মর্জাত বাওড়ে ঈদ উপলক্ষে গ্রামবাসীর উদ্যোগ ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

এ নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে বাওড়ের তীরে হাজার হাজার মানুষের ঢল নামে। এ প্রতিযোগিতায় আশেপাশের এলাকা থেকে আসা ৮টি দল অংশগ্রহণ করে।

এরপর বিজয়ী দলসহ অংশগ্রহণকারী সকলকে পুরষ্কৃত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জগদীশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার সিরাজুল ইসলাম, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, সাগর ইসলাম, বিপুল দাস প্রমুখ। নৌকা বাইচ প্রতিযোগিতায় পরিতোষ কুমারের দল বিজয়ী হয়।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন