হোম অন্যান্যসারাদেশ ঝিনাইদহের কালীগঞ্জে কৃষকের সবজি ক্ষেত নষ্টকারীদের গ্রেফতার ও কৃষকের ক্ষতিপুরণ দাবিতে মানবববন্ধন

ঝিনাইদহের কালীগঞ্জে কৃষকের সবজি ক্ষেত নষ্টকারীদের গ্রেফতার ও কৃষকের ক্ষতিপুরণ দাবিতে মানবববন্ধন

কর্তৃক Editor
০ মন্তব্য 87 ভিউজ

ঝিনাইদা অফিস :

ঝিনাইদহের কালীগঞ্জে কৃষকের সবজি ক্ষেত নষ্টকারীদের গ্রেফতার করে দৃষ্ঠান্তমুলক শাস্তি ও ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। কালীগঞ্জের নাগরিক সংগঠন প্রত্যাশা ২০২১ ফোরামের উদ্যোগে এই কর্মসূচী পালন করা হয়। মানববন্ধন কর্মসূচিতে সমর্থন জানিয়ে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা যুক্ত হন।

আজ সকাল ৯টায় কালীগঞ্জ পৌরসভার পাইকারী কাচা তরকারি হাটে এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
ঘন্টা ব্যাপী চলা এ কর্মসূচীতে বক্তব্য রাখেন প্রত্যাশা ২০২১ ফোরামের কালীগঞ্জ ইউনিটের সভাপতি নুরুজ্জামান বিশ্বাস, সাধারন সম্পাদক(ভারপ্রাপ্ত) বশির আহমেদ চন্দন, কালীগঞ্জ উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ।

মানববন্ধন কর্মসূচীতে বক্তারা জানান,গত ৩ মাসে কালীগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে প্রায় ১৫ জন কৃষকের লাউ, কাচা কলা, পুইশাক, কাচা মরিচ ক্ষেত কেটে দিয়েছে দৃর্বুত্তরা। রাতের আধারে এ গুলো ঘটনানো হয়েছে। এখনো পর্যন্ত কাউকে আটক করা হয়। এ ঘটনায় কৃষকের অনেক টাকার ক্ষতি হয়েছে। সবজি ক্ষেত নষ্টকারীদের দ্রæত গ্রেফতারের দাবি ও ক্ষতিগ্রস্থ কৃষকদের ক্ষতিপুরন দেবার দাবি জানানো হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন