হোম অন্যান্যসারাদেশ ঝিকরগাছা পৌরসভা নির্বাচনে নৌকার প্রার্থীর কর্মী সভা ও গনমিছিলে আনোয়ার হোসেন

তাজমুল, ঝিকরগাছা :

আগামী ১৬ জানুয়ারি ঝিকরগাছা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী আলহাজ্ব মোস্তফা আনোয়ার পাশা জামাল কে বিজয়ী করার লক্ষ্যে ঝিকরগাছা পৌর যুবলীগের উদ্যোগে কর্মী সভা ও গন মিছিল অনুষ্ঠিত হয়েছে।

পৌর যুবলীগের আহবায়ক একরামুল হক খোকনের সভাপতিত্বে ও পৌর যুবলীগের যুগ্নআহবায়ক কামরুজ্জামান মিন্টুর সঞ্চালনায় কর্মী সভা ও গন মিছিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছার কৃতি সন্তান বাংলাদেশ আওয়ামী যুবলীগের সম্মানিত প্রেসিডিয়াম সদস্য মোঃ আনোয়ার হোসেন

প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আনোয়ার হোসেন বলেন, সকল ভেদাভেদ ভুলে বঙ্গবন্ধুর কণ্যা মানবতার মা দেশরত্ন শেখ হাসিনার মনোনীত প্রার্থী আলহাজ্ব মোস্তফা আনোয়ার পাশা জামাল কে আগামী ১৬ ই জানুয়ারি ঝিকরগাছা পৌরসভা নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী করতে আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার জন্য আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা যুবলীগের যুগ্নআহবায়ক ইলিয়াস হোসেন, রফিকুল ইসলাম বাপ্পি সদস্য উপজেলা যুবলীগ, সেলিম রেজা সদস্য উপজেলা যুবলীগ ও ভাইস চেয়ারম্যান ঝিকরগাছর উপজেলা পরিষদ।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোস্তফা আনোয়ার পাশা জামাল সহ-সভাপতি ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগ, শেখ নাসিমুল হাবিব সিপার সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঝিকরগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ এর যশোর জেলা শাখার যুগ্নআহবায়ক শাওন রেজা খোকা, পৌর যুবলীগের যুগ্নআহবায়ক আলিমুল মৃধা, ঝিকরগাছা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আবুল কালাম আজাদ, ঝিকরগাছা প্রেসক্লাবের সাধারন সম্পাদক সৈয়দ ইমরান রশিদ সহ আওয়ালীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন