ঝিকরগাছা(যশোর)প্রতিনিধিঃ
যশোরের ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান রবিউল ইসলামের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ।
২০১৬ সালের এই দিনে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। রবিউল ইসলাস দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন।
এসময় তিনি উপজেলার বিভিন্ন শিক্ষা, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন। তিনি সাবেক বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অধ্যাপক রফিকুল ইসলামের অনুজ।
মরহুমের কন্যা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী জানিয়েছেন, মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে যোহর নামাজবাদ কৃষ্ণনগর এতিম খানায় খাবার বিতরণ, কোরআন খানী, মাজার জিয়ারত ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। তিনি তার মরহুম পিতার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।