হোম অন্যান্যসারাদেশ ঝিকরগাছায় স্কুলের নামে অন্যের জমি দখলের ষড়যন্ত্র

ঝিকরগাছায় স্কুলের নামে অন্যের জমি দখলের ষড়যন্ত্র

কর্তৃক Editor
০ মন্তব্য 120 ভিউজ
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি :
যশোরের ঝিকরগাছায় স্কুলের নামে অন্যের জমি দখলের পায়তারা করছে প্রভাবশালী কুচক্রি মহল । তাদের একের পর এক হয়রানিতে নিজের জমি হারানোর আশংকায় দিন কাটছে ৮৪ বছরের মাস্টার আতিয়ারের পরিবারে এমনটাই অভিযোগ তার।
অভিযোগে জানাযায়,যশোরের ঝিকরগাছা থানার শেষ প্রান্ত শংকরপুর ইউনিয়নের সেকেন্দারকাঠি গ্রাম।এখান থেকে ২০ বছর আগে গ্রামটি ছিলো চরম অবহেলিত। এমন গ্রামে পাকা সড়ক না থাকার পাশাপাশি ছিলোনা কোন শিক্ষা প্রতিষ্ঠান।এমন অবস্হায় ঐ গ্রামের মাস্টার আতিয়ার রহমানসহ এলাকাবাসির সহযোগিতায় ও সরকার কতৃক কোমলমতি শিশুদের জন্য এস কে সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মান হয়।বর্তমানে সেটি এমপি ভুক্ত হয়েছে। আর ওই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে সেই থেকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছিলেন মাষ্টার আতিয়ার রহমান। হঠাৎ অল্প কয়েকদিন হলো এসকে সেকেন্দারকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন একই গ্রামের তার নিজের ভাইপো আরাফাত রহমান।
এর আগে মাস্টার আতিয়ার রহমান প্রতিষ্ঠানটি শুরুর সময় ২৪২০ দাগে ২৫ শতক জমি দানপত্র করেছিলেন। জমি দেওয়ার পরও ঐ দাগের উত্তর পাশে মাষ্টার আতিয়ার রহমানের ৩২ শতক জমি আছে। বর্তমানে ঐ জমির দক্ষিণ পাশের ৮ শতক জমি দখল নেওয়ার জন্য বিভিন্ন ভাবে ষড়যন্ত্র লিপ্ত হচ্ছেন বর্তমান সভাপতি জি এম আরাফাত হোসেন। এছাড়া জমি দখল নেওয়ার চেষ্টার পাশাপাশি তার বিরুদ্ধে করা হয়েছে ৫/৭ টি মামলা।যার তিনটিতে মাষ্টার আতিয়ার রহমান নির্দোষ প্রমানিত হয়েছে।এমন পরিস্থিতিতে নিজের জমি হারানোর আশাংকায় দিন কাটছে মাষ্টার আতিয়ার রহমানের।
বিষয়য়টি উদ্ধতন কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন মাষ্টার আতিয়ার রহমান।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন