ঝিকরগাছা (যশোর) প্রতিনিধিঃ
মুক্তিযুদ্ধকালীন যশোরের ঝিকরগাছা থানা আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক মুক্তিযুদ্ধের বীর সংগঠক রেজাউল হক(৮৪), ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বার্ধক্যজনিত কারণে নিজ বাসায় চিকিৎসাধীন অবস্থায় গতকাল বিকাল চারটায় তিনি মারা যান।
তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন, বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আনোয়ার হোসন।
আনোয়ার হোসেন, এক শোক বার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন, এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
রেজাউল হক স্ত্রী, ছেলে, মেয়ে নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্র জানিয়েছেন আগামীকাল সকাল ১১ টায় নিজ গ্রাম কীর্তিপুর জামে মসজিদের সামনে নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।
s