হোম অন্যান্যসারাদেশ ঝিকরগাছায় বীর মুক্তিযোদ্ধা আঃ লতিফের শারীরিক অবস্থার খোঁজখবর নিলেন আনোয়ার হোসেন 
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধিঃ  
একাত্তরের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা,মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ঝিকরগাছা উপজেলা ছাত্রলীগের সভাপতি জনাব আবদুল লতিফ এর শারীরিক অবস্থার খোজ খবর নিতে তাঁর বাসায় ছুটে আসেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আনোয়ার হোসেন।
শারীরিক খোঁজ খবরের এক পর্যায়ে প্রেসিডিয়াম সদস্য আনোয়ার হোসেন-বীর মুক্তিযোদ্ধা আঃ লতিফের সুস্হতা কামনা করে দলীয় নেতা কর্মীদের বলেন ৭১ এর যুদ্ধকালীন সময়ে আঃ লতিফ ভাই জীবনের মায়া মমতা বির্সজন দিয়ে দেশের জন্য যে বীরত্বের পরিচয় দিয়েছেন তা কখনও ভুলার নয়। তিনি ঝিকরগাছা বাসির জন্য যে অবদান রেখেছেন রেখেছেন তা ঝিকরগাছা উপজেলা বাসির জন্য অত্যন্ত গর্বের বিষয়। তিনি আরো বলেন মহান রাব্বুল আলামীন এই প্রিয় মানুষটিকে যেন দ্রুত সুস্থতা দান করে আমাদের মাঝে ফিরিয়ে দেন।
এ সময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শেখ নাসিমুল হাবিব শিপার, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্নআহবায়ক ছেলিমুল হক সালাম ,উপজেলা যুবলীগ নেতা মোকলেছুর রহমান কেটি, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শাওন রেজা খোকা, সাবেক ছাত্রলীগের যুগ্নসাধারণ সম্পাদক ও পৌর যুবলীগের যুগ্নআহবায়ক কামরুজ্জামান মিন্টু, পৌর যুবলীগের যুগ্নআহবায়ক আলিমুল মৃধা,  শংকরপুর ইউনিয়ন যুবলীগের যুগ্নআহবায়ক মোঃ কাজল ইসলাম, দৈনিক সংকল্পের রিপোর্টার তাজমুল হোসেন,ছাত্রলীগ নেতা অপূর্ব, আলমগীর হোসেন, শাহিনুর রহমান ওসি,  তারেক সহ আরো অনেকে।
s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন