হোম অন্যান্যসারাদেশ ঝিকরগাছায় পৌর মেয়র নিকট বাচ্চাদের দাবী  দাদু আমাদের একটা বল দিবেন 

ঝিকরগাছায় পৌর মেয়র নিকট বাচ্চাদের দাবী  দাদু আমাদের একটা বল দিবেন 

কর্তৃক Editor
০ মন্তব্য 93 ভিউজ
ঝিকরগাছা(যশোর) প্রতিনিধিঃ
করোনাকালীন সময়ে বাচ্চাদের অলস সময়টা খেলাধুলার মধ্যদিয়ে পার করার করানোর জন্য যশোরের ঝিকরগাছা পৌরসদরের মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের ফুটবল ও খোলাসামগ্রী বিতরণ করছেন পৌরসভার মেয়র আলহাজ্ব মোস্তফা আনোয়ার পাশা জামাল।
তারই ধারাবাহিকতার মঙ্গলবার সকাল সাড়ে ১১টার সময় পৌরসদরের ১২-১৫ জন বাচ্চারা একত্রি হয়ে পৌরসভার মেয়রের কার্যালয়ে হাজির হয়েই তাদের মুখে একটাই শব্দ উচ্চারিত দাদু আমাদের একটা বল লাগবে, একটা বল দিবেন ! এই কথা শুনে পৌরসভার মেয়র আলহাজ্ব মোস্তফা আনোয়ার পাশা জামাল আর হাঁসি থামাতে পারলো না।
তিনি অট্টো হাঁসি হেঁসে বাচ্চাদের জন্য একটি বলের ব্যবস্থা করে দেন। এসময় পৌর কার্যালয়ে উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র সাইফুল আলম সুজন, ঝিকরগাছা পৌরসভা সহকারী প্রকৌশলী মোঃ ইদ্রিস আলী সর্দার, কাউন্সিলর কফিল উদ্দিন, নাসিমা বেগম, আব্দুর রাজ্জাক, নিমাই চন্দ্র ঘোষ, মশিয়ার রহমান, কার্য সহকারী এনামুল কবির, পৌর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য জুলফিকার আলী ভুট্টো।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন