হোম অন্যান্যসারাদেশ ঝিকরগাছায় পৌর নির্বাচনে নৌকার মিছিলে গণজোয়ার

তাজমুল, ঝিকরগাছা :

যশোরের ঝিকরগাছা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোস্তফা আনোয়ার পাশা জামালের নির্বাচনী প্রচারণায় জনতার ঢল নেমেছে। বুধবার (২৯ ডিসেম্বর) বিকেল থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে প্রচারণায় যোগ দেন।

প্রচারণা মিছিলকে কেন্দ্র করে নৌকার স্লোগানে ঝিকরগাছা শহর মিছিলের শহরে পরিণত হয়। ব্যান্ড পার্টি আর ঢোলের তালে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জিতবে এবার নৌকা, শেখ হাসিনার সালাম নিন নৌকা মার্কায় ভোট দিন’ স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে চারপাশ।

নির্বাচনী প্রচারণার মিছিলটি বিকেল ৪টায় উপজেলা মোড় থেকে শুরু হয়ে যশোর-বেনাপোল মহাসড়ক প্রদক্ষিণ করে পারবাজার গরুহাট প্রাঙ্গণে মিলিত হয়। পরে আবার বাসস্ট্যান্ড ঘুরে উপজেলা মোড়ে পথসভার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

পথসভায় নৌকার প্রার্থী মোস্তফা আনোয়ার পাশা জামাল বলেন, এ মিছিল প্রমাণ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্তকে বুকে ধারণ করে৷ আজকের এই গণজোয়ার ১৬ জানুয়ারির ভোটে নৌকাকে বিজয়ী করার গণজোয়ার।

মিছিলে অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের সদস্য মোস্তফা আশীষ ইসলাম দেবু, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও নৌকার প্রার্থী মোস্তফা আনোয়ার পাশা জামাল, চৌধুরী রমজান শরীফ বাদশা, যুগ্মসাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক ডাক্তার মোস্তাফিজুর রহমান মুসা, অশোক দত্ত, সাবেক আইনবিষয়ক সম্পাদক আব্দুল কাদের আজাদ, সাবেক যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক শেখ নাসিমুল হাবিব শিপার, পৌর আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির, জেলা যুবলীগের সহসভাপতি আজহার আলী, উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য সাজ্জাদুল আলম, রফিকুল ইসলাম বাপ্পি, সেলিম রেজা, জাফিরুল হক, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল কালাম আজাদ, সাবেক সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোখলেছুর রহমান কেটি, যুগ্মআহ্বায়ক আজাহারুল ইসলাম লাবু, সদস্য ওমর শরীফ সাকি, ফারুক হোসেন, জাহিদুল ইসলাম, যুবলীগ নেতা ও জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের যুগ্মআহ্বায়ক শাওন রেজা খোকা, আলিমুল মৃধা, জগলু হাবিব, ফজলে হোসেন বাদশা, উপজেলা তাঁতী লীগের সভাপতি আলমগীর হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক আশানুর রহমান, প্রেসক্লাবের সভাপতি এনামুল হাসান সবুজ, সাধারণ সম্পাদক ইমরান রশিদসহ উপজেলা বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন