ঝিকরগাছা(যশোর)প্রতিনিধিঃ
ঝিকরগাছা উপজেলার ১০ নং শংকরপুর ইউনিয়নের নায়ড়া গ্রামের ফুটবল মাঠ সম্প্রসারণের লক্ষ্যে এন,ইউ,আর,এস নায়ড়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত।
যশোর এম এম কলেজের ক্রীড়া বিষয়ক সম্পাদক উজ্জ্বল খাঁ পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাস্তবায়ন কমিটির আহবায়ক আলহাজ্ব ইকবল মোড়ল। তিনি বলেন বর্তমান যুবসমাজকে মাদকের ভয়ানক থাবা থেকে যুব সমাজকে ফিরিয়ে আনার জন্য খেলাধুলা ছাড়া আর কোন উপায় নাই। আলোচনার এক পর্যায়ে তিনি বলেন, নায়ড়া ফুটবল মাঠটি আশপাশের জমি দখলদাররা চারিদিক থেকে দখল করতে করতে মাঠটি অনেক ছোট হয়ে আসছে। তাই ফুটবল মাঠটি দখলদারদের হাত থেকে ফিরিয়ে আনার জন্য সবাইকে যত্নবান হতে হবে।
অপরদিকে মাঠ বাস্তবায়ন কমিটির যুগ্ম আহবায়ক আব্দুল খালেক বলেন, মাঠের পরিবেশ ফিরিয়ে আনতে হলে যুবসমাজকে তথা গ্রামবাসীকে এগিয়ে আসতে হবে।
এছাড়া আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নায়ড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু সন্তোষ কুমার ভট্টাচার্য, মাস্টার মফিজুর রহমান, অধ্যাপক তহিদুর রহমান, মোঃ কাজল ইসলাম, আরিফুল ইসলাম,মজনু,তাজমুল,হাসানুজ্জামা ন, জিকো,ইসানুর রহমান,খোঃ উজ্জ্বল হোসেন, মাষ্টার ফয়জুর রহমান,শাহিনুর রহমান ওসি,রিজাউলসহ সাধারণ গ্রামবাসি।