ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠির রাজাপুরে সরকারি নির্দেশ অমান্য করে প্রাইভেট পড়ানোর অপরাধে চার শিক্ষককে ১২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার সকালে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচার মো. মোক্তার হোসেন এ দন্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্তরা হলো রাজাপুর উপজেলা সদরের আব্দুল শুক্কুর হাওলাদার, মোসাঃ রোকেয়া খাতুন, হাইলাকঠি এলাকার গৌতম দাস, মঠবাড়ি এলাকার মো. ফেরদাউস হোসেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচার মো. মোক্তার হোসেন জানান, সরকারি নির্দেশ অমান্য কারিদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত রয়েছে।