ঝালকাঠি জেলা প্রতিনিধি :
ঝালকাঠির রাজাপুরে প্রায়ত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আজ রোববার (৩০ মে) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলা সদরের বাইপাসমোড় সংলগ্ন বিএনপির প্রধান কার্যালয়ে আলোচন সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক আব্দুল হক নান্টুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র আহবায়ক এ্যাড. তালুকদার আবুল কালাম আজাদ, সদস্য সচিব নাসিম উদ্দিন আকন, সাবেক উপজেলা যুবদলের সভাপতি মো. মাসুদুর রহমান মোল্লা, উপজেলা যুবদলের সভাপতি মো. জাকারিয়া সুমন, সাধারণ সম্পাদক মো. শহীদ আল-মামুন অভিক, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন মোল্লা, স্বেচ্ছসেবক দলের সভাপতি রতন দেবনাথা, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মনিরউজ্জামান লাভলু, রেজোয়ান মাস্টার, সদস্য সৈয়দ আব্দুল শহিদ, মো. তাজুল ইসলাম কাজল শরীফ, মো. মতিউর রহমান টুকু মৃধা, মো. তোতা মিয়া, হাবিবুর রহমান কাজী, উপজেলা কৃষকদলের আহবায়ক মো. গোলাম ফারুক মোল্লা, উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. আল-ইমরান কিরন।
উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অধ্যক্ষ মো. হেমায়েত উদ্দিন সেলিমের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি ও তার সহযোগী সংগঠনের কেতাকর্মীরা।