হোম জাতীয় ঝালকাঠির রাজাপুরে নয় বছরের এক শিশুকে ধর্ষনের অভিযোগে থানায় মামলা !

ঝালকাঠির রাজাপুরে নয় বছরের এক শিশুকে ধর্ষনের অভিযোগে থানায় মামলা !

কর্তৃক
০ মন্তব্য 144 ভিউজ

রাজাপুর(ঝালকাঠি)প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুরে নয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করেছেন শিশুটির বাবা। ওই শিশু ও মামলা সূত্রে জানা গেছে,উপজেলার মঠবাড়ী ইউনিয়নের পুখরিজানা খানবাড়ী এলাকায় গত ১ সেপ্টেম্বর মঙ্গলবার বিকাল আনুমানিক ৫ ঘটিকার সময় শিশুটি তার পার্শবর্তী হাকিম খানের বাড়িতে গেলে তার ছেলে শাহিন(২০) তাকে সাপ দেখার কথা বলে ঘরে ডেকে নেয়। এ সময় ঘরে কেউ না থাকায় শাহিন ছলনাকরে তার ঘরের ভিতরের রুমে নিয়ে দরজা বন্ধকরে চাকু ও বটি দিয়ে ভয় দেখিয়ে শিশুটিকে ধর্ষন করে। সন্ধার আগ মুহুর্তে শাহিনের মা তার ঘরের সামনে এসে দরজা বন্ধ দেখে শাহিনকে ডাকাডাকি করে।শাহিন বিলম্বকরে দরজা খুললে তার মা ঘরের ভিতরে প্রবেশ করে ওই শিশুটিকে বিবস্ত্র অবস্থায় দেখতে পায়। তখন রাগান্নিত হয়ে শাহিনের মা শাহিনকে মারধর করে এবং ধর্ষনের শিকার শিশুটিকে ঝাড়– নিয়ে ধাওয়া করে। তারপর শাহিনের মা তার প্রতিবেশীদের কাছে বিষয়টি বলাবলি করে।ভুক্তভোগী ওই শিশুটি আরো জানায় এর আগেও তার বাড়ীর পার্শবর্তী একটি পুকুরের পাড়ে নিয়ে শাহিন তাকে ধর্ষন করে এবং ধর্ষনের বিষয়টি যাতে কারো কাছে না জানায় সে জন্য শিশুটিকে চাকু দিয়ে ভয় দেখায়।

এ ঘটনায় শিশুটির বাবা আবুল কালাম বাদী হয়ে রাজাপুর থানায় ০৩/০৯/২০২০ তারিখ এ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০৩ এর ৯(১) ধারায় মামরা দায়ের করেন।

রাজাপুর থানা পুলিশ পরিদর্শক (ওসি) মো:শহিদুল ইসলাম বলেন, এ বিষয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।আমরা ভুক্তভোগী শিশুটির স্বাস্থ্য পরিক্ষা ও বিজ্ঞ আদালতে জবান বন্দি দেওয়ার জন্য পাঠিয়েছি।আসামীকে গ্রেফতারের চেস্টা অব্যাহত রয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন