হোম অন্যান্যসারাদেশ ঝালকাঠির রাজাপুরে আশ্রয়ন প্রকল্পে বিভাগীয় কমিশনারের শীতবস্ত্র বিতরণ

ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠির রাজাপুরের বড় কৈবর্তখালি গ্রামের আশ্রয়ন প্রকল্পে বসবাসকারী পঞ্চাস জন দুস্থ শীতার্থ মানুষের মাঝে গতকাল মঙ্গলবার রাত ১০টায় শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন বরিশাল বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো:আমিনুল ইসলাম।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার মো: আমিনুল ইসলাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের জমি দিয়েছেন, ঘর দিয়েছেন যেটা অনেকের কাছে স্বপ্নের মতো ছিল কিন্তু সেটা এখন বাস্তব। সেই স্বপকে এখন বড় করতে হবে আপনাদের। আর এজন্য আপনাদের প্রত্যেকের সন্তানকে স্কুলে পাঠাতে হবে। তারা বড় হয়ে শিক্ষিত হলে ঘুছেযাবে আপনাদের দুঃখ কষ্ট। তবেই সার্থক হবে শেখ হাসিনার আশ্রয় প্রকল্পের উদ্দেশ্য।

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা প্রশাসক মো. জোহর আলী, উপজেলা নির্বাহী অফিসার মো. মোক্তার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজাপুর (ভুমি) অফিসার আনুজা মন্ডল, রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায়, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম স্বপন তালুকদার প্রমূখ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন