হোম অন্যান্যসারাদেশ ঝালকাঠির নলছিটিতে সিঁদুর খেলার মধ্যদিয়ে  তাঁরা মন্দিরে ৩ দিন ব্যাপী জগদ্ধাত্রী পূজো সমাপ্ত।

ঝালকাঠির নলছিটিতে সিঁদুর খেলার মধ্যদিয়ে  তাঁরা মন্দিরে ৩ দিন ব্যাপী জগদ্ধাত্রী পূজো সমাপ্ত।

কর্তৃক Editor
০ মন্তব্য 88 ভিউজ

ঝালকাঠি  প্রতিনিধি:

ঝালকাঠীর নলছিটিতে মঙ্গলবার রাতে তাঁরা বাড়ি ও হরিসভা পূজা মন্দির প্রাঙ্গণে আরতি, মায়েদের সিঁদুর খেলা ও পুরস্কার বিতরনের মধ্য দিয়ে ৩ দিন ব্যাপী জগদ্ধাত্রী পূজার পরিসমাপ্তি হয়।

সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি জনারধন দাস, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নলছিটি শাখার সভাপতি প্রান্তিক দাস পুটু, সম্পাদক শুভাশীষ দত্ত প্রদ্যুৎ, তাঁরা মন্দির জগদ্ধাত্রী পূজা উদযাপন কমিটির সভাপতি অমিত সরকার সেতু, সম্পাদক অর্নব দাস শান্ত, কোষাধ্যক্ষ অভিজিৎ কর্মকার।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন উপজেলার কেন্দ্রীয় তাঁরা মন্দিরের পূজারী গৌরাঙ্গ লাল মুখার্জি, মন্দির কমিটির কৃষ্ণলাল চক্রবর্তী, অশোক পালিত, দূর্গা পূজা কমিটির সভাপতি অপূর্ব কান্তি দাস, অরুন কর্মকার, সঞ্জয় মুখার্জি, সম্পু দাস, অর্পন দাস মান্তু, খোকন দাস, রিপন দাস, অন্তু পালিত, দেবাশিষ দাস, সুজন দাস, কৃষ্ণ মন্ডল প্রমুখ।

অনুষ্ঠান শেষে সিদুর খেলা ও আরতিতে অংশগ্রহনকারীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। এরপর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে ৩ দিন ব্যাপী শ্রীশ্রী জগদ্ধাত্রী পূজার সমাপ্তি হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন