হোম অন্যান্যসারাদেশ ঝালকাঠির দুই বিচারক হত্যার পনের বছর আজ

ঝালকাঠির দুই বিচারক হত্যার পনের বছর আজ

কর্তৃক Editor
০ মন্তব্য 132 ভিউজ

ঝালকাঠি প্রতিনিধি :

আজ ১৪ নভেম্বর। জেএমবির বোমা হামলায় ঝালকাঠির দুই বিচারক হত্যার ১৫ তম বছর। ২০০৫ সালের এই দিনে জেএমবির বোমা হামলায় ঝালকাঠির জেলা জজ আদালতের দুই বিচারক শহিদ সোহেল আহমেদ ও জগন্নাথ পাঁড়ে নিহত হন। আদালতে যাওয়ার পথে জজশীপের গাড়িতে শক্তিশালী বোমা হামলা চালিয়ে দুই জজকে নৃশংশ ভাবে হত্যা করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেএমবি। সেদিনের ঘটনায় ঝালকাঠি সহ গোটা দেশেই আতংকের সৃষ্টি হয়। ব্যক্তিগত ও পেশাগত জীবনে সৎ ও নিষ্ঠাবান এ দুই বিচারক হত্যার ঘটনা ঝালকাঠিবাসীকে আজও গভীর ভাবে শোকাহত করে।

এ নৃশংশ ঘটনায় জজশীপের ড্রাইভার সুলতান হোসেন বাদী হয়ে ঝালকাঠি থানায় অস্ত্র ও বিষ্ফোরক আইনে পৃথক দুটি মামলা দায়ের করেন। মামলায় উচ্চ আদালতের নির্দেশে জেএমবি প্রধান শায়খ আব্দুর রহমানসহ শীর্ষ ৬ জঙ্গির ফাঁসি কার্যাকর হয়। নিহত দুই বিচার হত্যার কান্ডের স্থানে নির্মান করা হয়েছে স্মৃতিস্তম্ভ। আজ সকালে দুই বিচারকের স্মরণে দিবসটি উপলক্ষে জেলা ও দায়রা জজ মোঃ শহীদুল্লার নেত্্িরত্বে জজশীপ এবং জেলা আইনজীবি সমিতির সভাপতি এ্যাডঃ আব্দুল মান্নান রসুলের নেত্রেত্বে আইনজীবি সমিতি সহীদ সৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন