হোম অন্যান্যসারাদেশ ঝালকাঠিতে ১৬৯ টি পূঁজা মন্ডপে চলছে প্রতিমা তৈরির কাজ চলছে

ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠিতে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠানের প্রস্তুতি পুরোদমে এগিয়ে চলেছে। ইতোমধ্যে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ হয়ে এসেছে। করোনা মহামারির মধ্যে স্বাস্থ্য বিধি মেনে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব সাড়ম্বরে উদযাপনের লক্ষ্যে পূঁজা কমিটিগুলোও প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে।

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূঁজার আর মাত্র অল্প কয়েকদিন বাকী। পূঁজা মন্ডপগুলোতে চলছে প্রতিমা তৈরীর কাজ। শিল্পী নিপুন হাতের ছোঁয়ায় মৃম্ময়ী প্রতিমা ধীরে ধীরে চিন্ময়ী মাতৃ রূপ ধারণ করছে। বিভিন্ন অঞ্চল থেকে আশা প্রতিমা তৈরির শিল্পীরা এখন প্রতিমা তৈরির কাজে ব্যস্থ সময় কাটাচ্ছেন।

একটি প্রতিমা তৈরি করতে ৭ থেকে ৮ দিন সময় লাগে বলে জানায় শিল্পীরা। এই প্রতিমা তৈরির জন্য তিন ধরনের মাটির প্রয়োজন হয়। আয়োজকরাও ব্যস্ত সফলভাবে পূজা আয়োজনের কাজে। চলমান করোনা মহামারির মধ্যে স্বাস্থ্য বিধি মেনে প্রতিটি মন্ডপে পূজার ব্যবস্থা করবে আয়োজকরা। এবছর ঝালকাঠি সদরে ৭৩ টি ও কাঠালিয়ায় ৫৪ টি, রাজাপুর উপজেলায় ২১টি ও নলছিটিতে ২১টি, জেলায় মোট ১৬৯ টি পূঁজা মন্ডপ স্থাপিত হচ্ছে। প্রতিমা শিল্পীরা জানিয়েছেন এ বছর কাজের চাঁপ তেমন বেশি না ।

জেলা পূঁজা উদযাপন পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে, স্বাস্থ্য বিধি মেনে উৎসব মূখর পরিবেশে পূঁজা উদযাপনের জন্য যাবতীয় প্রস্তুতি নেয়া হয়েছে। এখনো পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন