জাতীয় ডেস্ক :
ঝালকাঠি সদর হাসপাতালের বিদ্যুৎ সাবস্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (০৯ জুলাই) বিকেলে হাসপাতাল কম্পাউন্ডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ঝালকাঠি ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, ঝালকাঠি সদর হাসপাতালে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। তবে ১০ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। বৈদ্যুতিক শর্টসাকিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ঝালকাঠি সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এইচএম জহিরুল ইসলাম জানান, বিদ্যুতের ওভার লোড থেকে আগুন লেগে যায়। তবে ১০ মিনিটের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
জেনারেটর চালু রাখায় ১০০ শয্যার হাসপাতালটিতে রোগীদের কোনো অসুবিধা হয়নি জানিয়ে তত্ত্বাবধায়ক বলেন, গণপূর্ত বিভাগকে খবর দেয়া হয়েছে। বিকল্পভাবে বিদ্যুৎসংযোগ লাগানোর চেষ্টা চলছে।