হোম জাতীয় ঝালকাঠিতে সড়ক-মহাসড়ক ঘেঁষে হাটবাজার, বাড়ছে ঝুঁকি

জাতীয় ডেস্ক :

পদ্মা সেতু চালুর পর ঝালকাঠি থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সড়কে বেড়েছে পরিবহনের সংখ্যা। কিন্তু আগের মতোই সড়ক ও মহাসড়কে বসছে হাটবাজার। ফলে যানজট আর ঝুঁকি বেড়েছে, ঘটছে দুর্ঘটনাও। তবে জেলা প্রশাসন বলছে, মহাসড়ক থেকে হাটবাজার সরিয়ে নিতে উদ্যোগ নেয়া হয়েছে।

রিকশা আর অটোরিকশার ভিড়ে ঝালকাঠির সড়ক মহাসড়কগুলোতে সব সময় যানজট লেগেই থাকে। পাশাপাশি রাস্তার ওপর প্রায়ই বসছে হাট। জেলা সদরের ছত্রকান্দা রাজাপুরের বাঘড়ি, কানুদাসকাঠি, নলছিটির ষাটপাকিয়া, ভৈরবপাশা, শ্রীরামপুর, ভরতকাঠি, ঝুরকাঠি, বুড়িরহাটসহ বেশ কয়েকটি পয়েন্টে মহাসড়কের ওপর নিয়মিত হাট বসছে। পদ্মা সেতু উদ্বোধনের পর রাস্তায় যাত্রী ও পণ্যবাহী গাড়ি চলাচল বাড়ায় মহাসড়কে যানজটের পাশাপাশি বেড়েছে দুর্ঘটনা। এতে প্রায়ই ঘটছে প্রাণহানি।

দুর্ঘটনার ঝুঁকি আর ভোগান্তি কথা স্বীকার করে ঝালকাঠি মহাসড়ক থেকে হাটবাজার সরিয়ে নিতে উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান ঝালকাঠি জেলা প্রশাসক মো. জোহর আলী।

ঝালকাঠি থেকে পশ্চিমাঞ্চলের খুলনা রুটে ৩৭ কিলোমিটার এবং দক্ষিণাঞ্চলের কুয়াকাটা রুটে ৮ কিলোমিটার মহাসড়কে হাট-বাজারের সংখ্যা ১০টিরও বেশি।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন