হোম অন্যান্যসারাদেশ ঝালকাঠিতে মা ইলিশ রক্ষায় বর্ণাঢ্য নৌ র‌্যালি

ঝালকাঠি প্রতিনিধি :

ইলিশের প্রধান প্রজনন উপলক্ষে ঝালকাঠিতে বর্ণাঢ্য নৌর‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে জেলা শহরের কলেজ খেয়াঘাট এলাকা থেকে দুটি স্প্রিডবোট ও ৮টি ট্রলার স্থানীয় সুগন্ধা ও বিশখালি নদীর বিভিন্ন এলাকায় ১০ কিলোমিটার নদীতে র‌্যালি করে। সুজজ্জিত নৌ-র‌্যালিতে ব্যানার ফেস্টুন সহ মা ইলিশ রক্ষায় প্রচার প্রচারণা চালানো হয়।

জেলা প্রশাসক মো. জোহর আলীর নেতৃত্বে বর্ণাঢ্য এই নৌ র‌্যালিতে উপস্থিত ছিলেন, বরিশাল মৎস্য বিভাগের উপপরিচালক আনিছুর রহমান তালুকদার,অতিরিক্ত পুলিশ সুপার মো. মঈনুল হক, জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ, ঝালকাঠি সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান, আ’লীগ যুগ্ম সাধারণ সম্পাদক কাউন্সিলর বাবু তরুন কর্মকার, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ খলিলুর রহমানসহ আরো অনেকে। এছাড়াও নৌর‌্যালিতে সরকারি বেসরকারী প্রতিষ্ঠান, মতৎস্যজীবী সংগঠন ও জেলেরা অংশ নেন।

র‍্যালি শুরুর আগে ঝালকাঠি পৌর মিনিপার্ক মোড়ে সুগন্ধার তীরে বেলুন উড়িয়ে কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা।
প্রজনন মৌসুম সফল করতে আজ ৭ অক্টোবর থেকে আগামী ২৮ অক্টোবর পর্যন্ত এই ২২ দিন মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম চলবে। এ সময় ৮টি অভয়াশ্রমে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করা ছাড়াও দেশে ইলিশ বিপনন, পরিবহন ও মৌজুদ নিষিদ্ধ থাকবে। এরই ধারাবাহিকতায় ঝালকাঠি জেলা প্রশাসন ও জেলা মৎস্য বিভাগ অভায়াশ্রম এলাকায় মা ইলিশ সংরক্ষণে এ কর্মসূচীর আয়োজন করেছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন