ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটি উপজেলার কুলকাঠী ইউনিয়নের ০৮ ও ০৯ নং ওয়ার্ডে ভিজিডি ও খাদ্যবান্ধব কর্মসূচীর তালিকায় অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। প্রকৃত যারা এ তালিকাভুক্ত হওয়ার যোগ্য তাদের বাদ দিয়ে অর্থনৈতিক সুবিধা নিয়ে প্রভাশালী একটি চক্র এ তালিকা করেছে।
এমন অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে তদন্ত করেন উপজেলা উপ-সকারি কৃষি কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন ও ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. কবির হোসেন। পঞ্চগড় প্রাথমিক বিদ্যালয়ে শতাধিক স্থানীয়দের উপস্থিতিতে এ তদন্ত অনুষ্ঠিত হয়।
এসময় সুবিধা বঞ্চিত জনসাধারণ, জন প্রতিনিধি ও স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।
জিয়াউল হক শহীদ ঢালী ও মায়েল হোসেন অভিযোগ করে বলেন,‘ কুলকাঠি ইউনিয়নের ০৮ ও ০৯ নং ওয়ার্ডে যারা প্রকৃত গরিব তারা কোন সরকারি সুযোগ সুবিধা পায় না। যারা একটু স্বচ্ছল তারা টাকার বিনিময়ে সকল সুযোগ সুবিধা বিগত দিনেও নিয়েছে বর্তমানেও নিচ্ছে। আমরা এর প্রতিবাদ জানাই।
অভিযোগের তদন্ত আসা নলছিটি উপজেলা উপ-সকারি কৃষি কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বলেন, তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা আমরা পেয়েছি। এই তালিকা বাদ দিয়ে নতুন তালিকা করা জন্য আমরা প্রস্তাব করব।