ঝালকাঠি প্রতিনিধি :
কঞ্জন কান্তি চক্রবর্তী, ঝালকাঠিতে করোনা ভাইরাসের টিকাদান কর্মসূচি উদ্বোধন করা হয়েছে আজ। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য, ১৪ দলের মুখপাত্র ও সমন্বয়ক আমির হোসেন আমু ভার্চুয়ালি যুক্ত থেকে রবিবার দুপুরে ঝালকাঠি সদর হাসপাতালে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলী, প্রথমে টিকা নেন। এরপর অন্যদের টিকা দেয়া হয়।
ঝালকাঠির সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী বলেন, ঝালকাঠি সদরে প্রথম দিনে ৪০ জন, নলছিটি উপজেলায় ৩০ জন, রাজাপুর উপজেলায় ৩০ জন , কাঠালিয়া উপজেলা ৩০ জনকে এ টিকা প্রদান করা হয়।
টিকা নিয়ে জেলা প্রশাসক মোঃ জোহোর আলীবলেন ভ্যাকসিন সহজেই নিয়েছি। এতে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। আমি সম্পূর্ণ সুস্থ আছি। করণা টিকা নিতে কোন রকম সমস্যা হয়নি ।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. জোহর আলী, পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, সিভিল সার্জন রতন কুমার ঢালি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমানসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
s