নিজস্ব প্রতিনিধি :
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারী) সন্ধ্যায় ঝাউডাঙ্গা বাজার সংলগ্ন জগন্নাথ মন্দিরের সামনে ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপির আয়োজনে ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. রফিকুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনে জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের জনগণকে খুব বেশি ভালোবাসতেন বলেই শত নির্যাতন জেল-জুলুম খেটেও তিনি দেশ ত্যাগ করেননি। সেজন্য তিনি মরে গিয়েও অমর হয়ে আছেন মানুষের হৃদয়ে। দেশনেত্রী স্বপ্ন বাস্তবায়নে দেশের উন্নয়নে বিএনপি জনগণের দল এবার রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে ইনশাআল্লাহ।
দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইউসুফ আলী, সাতক্ষীরা জেলা জিয়া পরিষদের সহ-সভাপতি ও ঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ মোঃ খলিলুর রহমান, ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক কামরুজ্জামান রানা, সিনিয়র সহ-সভাপতি আলতাফ হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহব্বত আলী, শাহজাহান আলী বাবলু, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক সাইফুল্লাহ আল কাফি, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কামরুল হুদা, জেলা যুবদলের আখতারুজ্জামান প্রমুখ।
আলোচনা সভা শেষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা ওলামা দলের সভাপতি মাওলানা আনিছুর রহমান আজাদী। এসময় সাতক্ষীরা জেলা বিএনপির নেতৃবৃন্দসহ ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ঝাউডাঙ্গা বিএনপি’র সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কবিরুল ইসলাম।
