রাজনীতি ডেস্ক:
ফেনী শহরে অবরোধের সমর্থনে বিএনপির ঝটিকা মিছিল থেকে পেট্রোলবোমা নিক্ষেপ করা হয়েছে। তবে এ সময় সড়কে আগুন জ্বলে উঠলেও অল্পের জন্য রক্ষা পেয়েছেন সিএনজিচালিত অটোরিকশার যাত্রীরা।
শনিবার (৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ফেনী শহরের শহীদ শহীদুল্লাহ্ কায়সার সড়কের ইসলামপুর রোডের মাথায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সন্ধ্যা ৭টার দিকে ফেনী শহরের জগন্নাথবাড়ির মন্দির গলি থেকে ১৫/২০ জন যুবক আগামী রোব ও সোমবার অবরোধের সমর্থনে একটি ঝটিকা মিছিল বের করেন। মিছিলটি শহীদ শহীদুল্লাহ্ কায়সার সড়কের ইসলামপুর রোডের মাথায় পৌঁছালে মিছিল থেকে একটি পেট্রোলবোমা ছুঁড়ে মারেন অবরোধকারীরা।
এ সময় একটি অটোরিকশার সামনে আগুন ধরে যায়। এক পর্যায় অটোরিকশাটি থেকে দ্রুত নেমে যাত্রী ও চালক নিজেদের রক্ষা করেন। পরে স্থানীয়রা অটোরিকশাটি সরিয়ে নেন।
ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী বলেন, ঘটনার পরপরই পুলিশ ও স্থানীয়রা রাস্তার আগুন নেভায়। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।