জাতীয় ডেস্ক :
ঠাকুরগাঁওয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর বিষের বোতল হাতে নিয়ে বের হন স্বামী রাজু। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। তবে তিনদিন পর মঙ্গলবার (৭ জুন) সকালে বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী ইউনিয়নের রূপগঞ্জ গ্রামের একটি গভীর নলকূপের ভেতর থেকে রাজু হোসেন নামে এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
রাজু হোসেন বগুড়া জেলার বাকু মোল্লার ছেলে। তিনি বিয়ের পর দীর্ঘদিন ধরে স্ত্রীকে নিয়ে ওই উপজেলার রূপগঞ্জ গ্রামে বসবাস করে আসছিলেন।
স্বজনরা জানান, গত শনিবার স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর রাতে বাড়ি থেকে আত্মহত্যা করবে বলে বিষের বোতল নিয়ে বের হন রাজু। পরে আত্মীয়রা সম্ভাব্য সব স্থানে খুঁজে তাকে না পেয়ে বালিয়াডাঙ্গী থানায় সাধারণ ডাইরি করেন।
পরে মঙ্গলবার সকালে উপজেলার বড়বাড়ী ইউনিয়নের রূপগঞ্জ গ্রামের একটি গভীর নলকূপের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম জানান, ঘটনাস্থল থেকে রাজুর মরদেহ উদ্ধার করা হয়। এরপর মরদেহ ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।