হোম জাতীয় জয়পুরহাটে সাবেক হুইপ ও সংসদ সদস্যসহ ১৪৫ জনের বিরুদ্ধে মামলা

জয়পুরহাটে সাবেক হুইপ ও সংসদ সদস্যসহ ১৪৫ জনের বিরুদ্ধে মামলা

কর্তৃক Editor
০ মন্তব্য 17 ভিউজ

জাতীয় ডেস্ক:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপর হামলা চালানোয় জয়পুরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও সাবেক সংসদ সদস্য অ্যাড. সামছুল আলম দুদুসহ ১৪৫ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। এছাড়াও অজ্ঞাত আরো সাড়ে ৩শ জনকে আসামী করা হয়েছে।

রোববার (১ সেপ্টেম্বর) বিকেলে হোসাইন আহম্মেদ বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় এ মামলা দায়ের করেন।

মামলার বিবরণে জানা গেছে, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচি বানচাল ও নস্যাৎ করার উদ্দেশ্যে শহরের আওয়ামী লীগ কার্যালয় এলাকায় আন্দোলনকারীদের কাছে উপস্থিত হয়ে স্বপন ও দুদুর নেতৃত্বে প্রায় ২০ জন হকিস্টিক, ককটেল, পেট্রোল বোমা ও পিস্তল নিয়ে ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলা ও আক্রমণ চালায়। এতে বাদী নিজে গুলিবিদ্ধ হন এবং অনেকেই আহত হন।

এঘটনায় বাদী সদর থানায় উপস্থিত হয়ে এই মামলা দায়ের করেন। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন