জাতীয় ডেস্ক :
জয়পুরহাটে গলায় রশি পেঁচিয়ে ট্রাক্টর চালককে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সহকারীকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী।
শনিবার রাতে জয়পুরহাট সদর উপজেলার তেঘর বিশা এলাকায় ট্রাক্টর চালক মীর হাসানকে ডেকে নিয়ে যায় তার সহকারী উজ্জ্বল। রোববার সকালে বাড়ির পাশের একটি জঙ্গলে তার লাশ দেখতে পান স্থানীয়রা।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত সহকারী উজ্জ্বলকে আটক করা হয়।
এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে অজ্ঞাত কয়েকজনকে আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা করেন। নিহত মীর হাসানের তিন বছরের এক ছেলে ও ছয় বছরের একটি মেয়ে সন্তান রয়েছে।