অনলাইন ডেস্ক :
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার শেষ প্রান্তে পাড়েরহাট ইউনিয়নের লাহুড়ী এলাকায় দুই দিন ধরে ২২ বছরের এক অপরিচিত যুবক জঙ্গলে পড়েছিলেন। ভাল করে কথা বলতে পারে না তিনি। তার শরীরে সামান্য জ্বর ও সর্দি রয়েছে। করোনার ভয়ে তাকে উদ্ধারে এগিয়ে যায়নি কেউ।
অবশেষে শনিবার সকাল ১১টায় স্থানীয়রা ইউএনও হোসাইন মুহাম্মদ আলমুজাহিদকে জানান। এছাড়াও এক রিক্সাচলাক ৯৯৯ এ ফোন করলে ইন্দুরকানী থানার ওসি মো. হাবীবুর রহমান ঘটনাস্থলে ছুটে যান। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক মেহেদি হাসান করোনা সন্দেহে ওই যুবককে পিরোজপুর জেলা হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় কোনো যানবাহন না পেয়ে ইউএনও নিজেই তার গাড়িতে করে ওই যুবককে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে নমুনা সংগ্রহ করে ইউএনও আবার তার গাড়িতে করে ওই যুবকে ইন্দুরকানী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে তাকে আইসোলেশনে রাখা হয়েছে। এইছাড়াও ইউএনও ওই যুবকের জামা-কাপড় ও খাবারের ব্যবস্থা করেন।
ইউএনও হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদ বলেন, খবর পেয়ে উপজেলার শেষ সীমানায় জঙ্গলে পড়ে থাকা ভবঘুরে যুবককে উদ্বার করে আমার গাড়িতে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ করার ব্যবস্থা করি। সেখান থেকে ওই যুবকে নিয়ে ইন্দুরকানী স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে রাখা হয়।