রাজনীতি ডেস্ক:
মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সেলফি নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের আলমগীরের মন্তব্যর বিষয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান বলেছেন, আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জোর করে সেলফি তোলেননি, তিনি নিজেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ছবি তুলেছেন। সেই ছবিটি দেখলেই বোঝা যায়, আমেরিকার প্রেসিডেন্ট খুব আন্তরিকতার সঙ্গে হাসি দিয়ে ছবি তুলেছেন।
রোববার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় মাদারীপুর শহরের কাজীরমোড় এলাকায় একটি পোষাকের শো-রুম উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এর আগে রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেলফি নিয়ে আওয়ামী লীগ নেতাদের উচ্ছ্বাসের তীব্র সমালোচনা করেন। তিনি বাইডেনের ওই সেলফি প্রিন্ট করে আওয়ামী লীগ নেতাকর্মীদের গলায় ঝুলিয়ে রাখার পরামর্শ দিয়েছেন।
মির্জা ফখরুলের মন্তব্যের উত্তরে শাজাহান খান বলেন, সেলফি তোলা নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে মন্তব্য করেছেন তা রাজনৈতিক ঈর্ষান্বিত হয়ে এ মন্তব্য করেছেন। প্রধানমন্ত্রীর যতবার আন্তর্জাতিক সেমিনারে গিয়েছেন, ততবার সে সকল দেশের রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানদের সাথে বিভিন্ন সময় আলোচনা করার পাশাপাশি সৌজন্য সাক্ষাৎ করেন ও স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। তেমনি ইন্ডিয়ান জি-২০ সম্মেলনে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানদের সাথে আলোচনা করেন। ভারতের সরকার প্রধান নরেন্দ্র মোদিও শেখ হাসিনাকে আন্তরিকতার সাথে স্বাগত জানিয়েছেন। সুতরাং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্য সঠিক হয়নি।
আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য শাজাহান খান এমপি বলছেন, বিএনপির আচরণ এমনই। তাদের মধ্যে সৌজন্যবোধ নেই। এর আগে ভারতের প্রেসিডেন্ট প্রণব মুখার্জী বাংলাদেশে আসলে বিএনপি তার সাথে প্রোগ্রাম দিয়েও দেখা করেননি। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া তার মাঝেই নেই কোন সৌজন্য বোধ নেই। তাহলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি করে সৌজন্যবোধ শিখবেন।